• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৩ অক্টোবর, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বাউবি শিক্ষার্থীদের সংগঠন ‘ডাক দিয়ে যাই’র ‘বাউবি দিবস’ পালন

ক্রাইম প্রতিদিন ডেস্ক

গত শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঝরেপড়া শিক্ষার্থীদের একমাত্র আশ্রয়স্থল বাউবির প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতাবোধ থেকে

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক চর্চা ও কল্যাণমূলক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ ১৯৯৮ সাল থেকে ২১ অক্টোবর এর কাছের শুক্রবার ‘বাউবি দিবস’ নামে দিনটি পালন করছে।

এই দিনে ‘ডাক দিয়ে যাই’র নেতৃত্বে পুরো দেশে র‍্যালি, সেমিনার, সভা, কেককাটা ও বাউবি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।

গত শুক্রবার (২০ অক্টোবর) পুরো দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে ওই সংগঠন।তারই ধারাবাহিকতায় ‘ডাক দিয়ে যাই’ ঢাকা অঞ্চল ‘বাউবি দিবস’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ঢাকার কবিতা ক্যাফে’তে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস ডিভিশনের পরিচালক ডক্টর এএইচএম আনিসুর রহমান। উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি টিপু সুলতান। সভাপতিত্ব করেন ‘ডাক দিয়ে যাই’ ঢাকা অঞ্চলের সভাপতি মোমিন উল্যাহ। উপস্থিত ছিলেন সদস্য ও ঢাকা অঞ্চলের সহ-সভাপতি খন্দকার মোঃ তারেক ও গাজীপুর প্রতিনিধি সোহেল রানা।

সঞ্চালনায় ছিলেন মুখপাত্র ও ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক রাবেয়া সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন মিলন ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল কবির।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ঢাকার বিভিন্ন স্টাডি সেন্টারের বাউবি শিক্ষার্থীরা। এছাড়া, অতিথি শিল্পী হিসেবে গান ও নাচ করে নামিয়া সুলতান ওহী ও সাবিলা সুলতান বাণী।

সহযোগিতায় ছিলেন জাকারিয়া জীবন, মো. রুবেল হোসেন সোহেল, ইকবাল হোসেন, সোহেল, সামি ইসলাম, রেজা, সালমা আক্তার, ওলী আহাদ, সাব্বির, ফিরোজ মুরাদ, সালমান, তারেক আজিজ, রিয়াদ, সিরাজ, জান্নাত, তাসনি খান, হৃদয়, অপি, এলেন, সামীর, বর্ষা, জাবের, মফিজুর রহমান, ফারজানা, সাব্বির, আক্তার, জয়ীতা, ইসবাত, আরিয়ান, রিতিকা, রাইহান, ঝুমা, সুমাইয়া, ছোঁয়া, সুরাইয়া, সাকিব, মোর্শেদা।