• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বাধার মুখে থেমে গেছে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের নির্মাণ কাজ

সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী

স্থানীয় লোকজনের বাধার মুখে  থেমে  গেছে নোয়াখালী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ কাজ। সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়ন ধুমচর এলাকায়  পৌরসভার মালিকানাধীন দেড় একর জায়গায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। গতকাল সকাল ১১টায় এ প্রকল্পের কাজ উদ্বোধন করার কথা ছিল।

কিন্তু এর আগে, ভোর  থেকে স্থানীয় লোকজন সেখানে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ ও মানববন্ধন করে। সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এলাকার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় তারা অবোরোধ সৃষ্টি করছে বলে জানায়। এসময় মানব বন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয় । তারা জানান,নোয়াখালী পৌরসভার বর্জ্য আমাদের এলাকায় ফেললে আমাদের এলাকার পরিবেশ হুমকির মুখে পড়বে এবং এখানকার মানুষ অসুস্থ্য হয়ে পড়বে । আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি যেখানে ঘনবসতি নেই সেখানে বর্জ্য ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।

নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান জানান, লোকজনের বাধার কারণে প্রকল্পের কাজ উদ্বোধন স্থগিত করা হয়েছে। বিষয়টি স্থানীয়  জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। কারো ইন্ধনে স্থানীয় লোকজন সেখানে এমন অবস্থা করছে বলেও মন্তব্য করেন তিনি।
 প্রকল্প পরিচালক প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান জানান, সরকার সবদিক বিবেচনা করে প্রকল্পটি হাতে নিয়েছে। অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। এতে কারো কোন ক্ষতি হবে না।

পৌর এলাকার আইউবপুরে দীর্ঘদিন  থেকে শহরের ময়লা নিয়ে রাখা হয়ে আসছিল। এলাকাবাসীর বাধার মুখে বর্জ্য অপসারণ না করতে পারায় গত ৮ ফেব্রুয়ারি  থেকে নোয়াখালী  পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কের পাশে, বাসাবাড়ি, হাসপাতাল, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের সামনে ময়লা আবর্জনা জমা হতে থাকে। বিকল্প হিসেবে ধুমচরে ডাম্পিংয়ের বাধার কারণে আবারও ময়লা অপসারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।