• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩১ ডিসেম্বর, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মানবতার ফেরিওয়ালা লায়ন এ জেড এম মাইনুল ইসলাম এর জন্মদিন আজ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

জনপ্রিয় লেখক, সাংবাদিক, সংগঠক ও তরুণ সমাজসেবক লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ। যিনি মানবতাবাদী, মানবতার মহান সেবক, মানবতাবাদীদের লিডার, সকল স্বেচ্ছাসেবকদের আইকন-আইডল, হাজারো স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার ব্যাক্তি, একজন সাদা মনের মানুষ, সবার কাছে যিনি মানবতার ফেরিওয়ালা নামেই জনপ্রিয়। আজ এই গুণী মানুষটির জন্মদিন। 

তিনি ১৯৮৪ সালের ৩১শে ডিসেম্বর ইলিশের বাড়ি চাঁদপুরে জন্ম গ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী, সংগঠক, সমাজসেবক ও সাংবাদিক। ২০১৪ সালের ১০ই ফেব্রুয়ারি, ৩০ লাখ শহিদদের স্বপ্নের অপরাধ মুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু করেন অপরাধ মুক্ত বাংলাদেশ চাই (অমুবাচা) আন্দোলন, যার প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি। পাশাপাশি সমাজের সর্বস্তরের অপরাধ তুলে ধরার লক্ষ্যে ২০১৬ সালের ২৯শে ডিসেম্বর প্রতিষ্ঠা করেন ক্রাইম প্রতিদিন পত্রিকা, যার সম্পাদকও তিনি। পরবর্তীতে ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ক্রাইম প্রতিদিন পাবলিকেশন্স, যার প্রকাশকও তিনি।

অদেখা-অজানা করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ যখন ঘরে বন্দি, প্রিয়জনকেও এড়িয়ে চলেছেন, সেই সময়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ। তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিতরণ করেন। করোনাকালে কঠিন এই দায়িত্ব পালন করায় সব মানুষের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) কতৃক 'এফবিজেও বেস্ট অ্যাওয়ার্ড-২০২২' এবং সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) কর্তৃক 'ইন্দো-বাংলা-নেপাল ইন্টারন্যাশনাল মিডিয়া কনক্লেভ-২০২৩'।

এছাড়াও তিনি ‘‘সার্ক জার্নালিস্ট ফোরাম’’ বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী সদস্য, ‘‘ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’’ এর সাংগঠনিক সচিব, ‘‘লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল’’ এর সদস্য, ‘‘কাফরুল প্রেসক্লাব’’ এর সভাপতি, ‘‘মিরপুর প্রেসক্লাব’’ এর সহ-সভাপতি সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছেন।

তাঁর সম্পাদিত বই, আর কতো কাঁধাবে তুমি (উপন্যাস), অপরাধ পরিসংখ্যান (২০০৫-২০১৬ পর্যন্ত অপরাধের তথ্য), সমৃদ্ধি প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ (আওয়ামী লীগের ১৮ বছরের উন্নয়ন, ৭২-৭৫, ৯৬-২০০১, ২০০৮-২০১৯), শতবর্ষে মুজিব (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী), অসমাপ্ত রাজনীতি (গবেষণা মূলক)। 

প্রকাশের অপেক্ষায়, জাতীয় চারনেতা (জাতীয় চারনেতা জীবনী), বাংলাদেশের প্রধানমন্ত্রী (সকল প্রধানমন্ত্রীর জীবনী), চাঁদপুরের ইতিহাস (গবেষণা মূলক), বাংলাদেশের রাষ্ট্রপতি (সকল রাষ্ট্রপতির জীবনী), বাংলাদেশের সংসদ নির্বাচন (প্রথম-একাদশ), ফরিদগজ্ঞের ইতিহাস (গবেষণা মূলক)।

মানবতার ফেরিওয়ালা খ্যাত লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ; জন্মদিনে আপনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা, সালাম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক। আমিন