• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৮ জানুয়ারী, ২০২৪ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নোয়াখালীতে ৬টি আসনে আওয়ামীলীগ প্রার্থী জয়ী

সালাহ উদ্দিন সুমন:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনা শেষে অবশেষে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের সব প্রার্থীরা জয়লাভ করে। 

রবিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ১২৯ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিম ১ লাখ  ৫৯ হাজার ২৯১ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম সেলিম ভূঁইয়া (ফুলের মালা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট। এই হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এইচ এম ইব্রাহিম। 

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে ১১৮ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম ৫৬ হাজার ১৮৬টি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ভুইয়া মানিক  (ট্রাক প্রতীক) পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট। 

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ১৪৯ কেন্দ্রের মধ্যে ৫৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে টানা তৃতীয়বার নির্বাচনে জয় লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনহাজ আহমেদ জাভেদ (ট্রাক প্রতীক) পেয়েছেন ৫১ হাজার ৮৮৫ ভোট। এই হিসেবে মামুনুর রশিদ কিরন ৪ হাজার ৫৫২ ভোটে মিনহাজ আহমেদ জাভেদকে পরাজিত করেন।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে চতুর্থবার নির্বাচনে জয় লাভ করলেন মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ১৯৬ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ভোট পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৭৬৪ টি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিহাব উদ্দিন শাহিন (ট্রাক প্রতীক) পেয়েছেন ৪৭ হাজার ৫৭৩ ভোট। এই হিসেবে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ৮১ হাজার ১৯১ ভোটে শিহাব উদ্দিন শাহিনকে পরাজিত করেছেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের ১৩২ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট। এই হিসেবে ওবায়দুল কাদের প্রায় ১ লাখ ৭১ হাজার ভোটে খাজা তানভীর আহমেদকে পরাজিত করেছেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জয় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুশফিকুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৩৩ ভোট।