• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৯ এপ্রিল, ২০২৪ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নোয়াখালী সদরে ৩০ হাজার অসহায় মানুষ পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সালাহ উদ্দিন সুমন:

আর একদিন পরে ঈদ। ঘরে চাল নাই। খুবই দুশ্চিন্তায় ছিলাম, ঈদে কি খাবো। আজ উপজেলার চেয়ারম্যান জেহান মিয়া থেকে চাল পেয়ে চিন্তা দুর হলো। খুবই খুশি হয়েছি। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের মোছাঃ হাজেরা বেগম ও সুরাতন নেছা বলেন একথা বলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নোয়াখালীর সদর উপজেলার ৩০ হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে নোয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।

দিনমজুর আলী হোসেন বলেন, গত কয়েকদিন প্রচন্ড গরমে কাম কাজ নাই। ঘরে খাবার নাই। বউ বাচ্চাকে নিয়ে কষ্টে ছিলাম। আজ চাল পেয়ে ভালো লাগলো।

সদর উপজেলা পরিষদ চাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান বলেন, মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব, অসহায়, হতদরিদ্র মানুষদের নিয়ে সব সময় চিন্তা করেন। 

এই ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেই জন্য প্রধানমন্ত্রী বিনামূল্যে খেটে খাওয়া শ্রেণির মানুষদের চাল দিয়ে সহযোগিতা করছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নোয়াখালী মাটি ও মানুষের নেতা একরামুল করিম চৌধুরী জন্য দোয়া করবেন।