• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

এবার দিল্লিতে করোনা ভাইরাস!

ক্রাইম প্রতিদিন ডেস্ক

 ভারতে নতুন করে আরও দু’জনের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে একজন দেশটির রাজধানী দিল্লিতে অপরজন দক্ষিণের তেলেঙ্গানাতে।

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ভারতে মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে তিনজন আগেই শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত হওয়া দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে আক্রান্ত ব্যক্তি ইতালি থেকে এসেছেন। আর তেলেঙ্গানায় আক্রান্ত ব্যক্তি আমিরাতের দুবাই থেকে সম্প্রতি ভারতে আসেন।

এর আগে, গত ৩০ জানুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালায় এক শিক্ষার্থীর শরীরে প্রথমবারের মতো দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর ২ ফেব্রুয়ারি একই প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত করা হয়। দক্ষিণের এ প্রদেশটিতে ৩ ফেব্রুয়ারি আরেকজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। আগের তিনজন আর নতুন দুই আক্রান্ত মিলিয়ে ভারতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫-এ।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৫২৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪১ হাজার ৯৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮২৪ জন। অপরদিকে, মৃত্যু হয়েছে ২ হাজার ৯১২ জনের। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২১২ এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।

অপরদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালিতে। সেখানে ১ হাজার ১২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।