• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ : মেয়র রুকুনুজ্জামান

তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নিজে ও পরিবেশ কে সুন্দর রাখি,নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশের সর্ব প্রথম হ্যান্ড ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার দিন ব্যাপী পৌর সভার আরামনগর বাজার জিকে প্লাজার, উপজেলা পরিষদ চত্বর, পোস্ট অফিস দোয়েল চত্বর, শিমলা বাজার আমতলা মোড়, শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বর, সরিষাবাড়ী রাণী দিন মণি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর, বাউসী বাজার, বাউসী পপুলার মোড়, সরিষাবাড়ী রেল ওয়ে ষ্ট্রেশন, সহ ১০ টি জন গুরুত্বপূর্ন স্থানে এ ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। এদিকে সরিষাবাড়ী পৌরসভার স্বপ্নদ্রষ্টা ও আধুনিকতার রূপকার, সকলের সুপ্রিয় হাস্যজ্জল মুখ, সুযোগ্য মেয়র রুকুনুজ্জামান রুকন তার এমন ক্রিয়েটিভ কর্মকারে কথা বলতে গিয়ে বলেন, বাংলাদেশের কোথাও এমন ধরনের ডাস্টবিন নেই কোন পৌরসভায়। এই প্রথম আমি সরিষাবাড়ী পৌরসভায় এনেছি। আপনারা আপনাদের শহরকে নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বলে আমি আশাবাদী।মেয়র রুকুনুজ্জামান রুকন আরো বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ।তাই আমাদের সকলে দায়িত্ব, নিজ শহরকে নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যদি আপনারা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারেন, তাহলে অবশ্যই বিভিন্ন রোগ জীবাণুর সংক্রমণ ও আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি।আপনারা এখানে শুধু কাগজপত্র, কার্টুন পলিথিন জাতীয় শুকনো জিনিসপত্র ফেলবেন।

এ ডিজিটাল ডাষ্টবিন স্থাপনের শুভ উদ্বোধন করেন সরিষাবাড়ী পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রুকুনুজ্জামান রুকন।এ সময় সরিষাবাড়ী রাণী দিন মণি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান,আরামনগর কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু, পৌর কাউন্সিলর কালাচানঁ পাল,জহুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের,সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম সহ রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।