• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৮ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ওসির ব্যতিক্রমী উদ্যোগে খুশি গোয়ালন্দ থানার জনগন!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

১৪ বছর বয়সী কিশোরী সোহাগী আক্তার। কিশোরী বয়সেই রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের খাইরুল সরদারের (২০) প্রেমের ফাঁদে পড়ে সে।

খাইরুল তাকে গত ৯ জানুয়ারি আদালতে অ্যাফিড্যাফিটের মাধ্যমে বিয়ে করে বাড়িতে তোলে। কিন্তু খাইরুলের পরিবারের অমত থাকায় ২৮ জানুয়ারি তাদের বাড়ি থেকে বের করে দেয়।

সোহাগীর পরিবারও তাকে ফিরিয়ে নেয়নি। বাধ্য হয়ে সে তার বড় বোনের বাড়িতে আশ্রয় নেয়। জীবনের শুরুতেই হোঁচট খাওয়া সোহাগী এই সমস্যার সমাধানের জন্য তাদের গ্রামে পুলিশি সেবা দিতে আসা গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমানের সামনে হাজির হয়। সমস্যা শুনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ গ্রহণ করেন ওসি খাইরুল।

একইভাবে তিনি সিরাজ খান ও সাত্তার খান নামের স্থানীয় দুই ভাইয়ের মধ্যে ১৪-১৫ বছর ধরে চলা জমি-জমা নিয়ে এক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। দুই ভাই তা মেনেও নিয়েছেন।

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের মৃত্যুর পর শরিয়া মোতাবেক দাফন ও দোয়ার অনুষ্ঠান করে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত ওসি আশিকুরের এবারের উদ্যোগও ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে অজ-পাড়া গাঁয়ের সাধারণ মানুষের মধ্যে।

এ রকম অনেক সমস্যার সমাধান ও আইনি সহায়তা দিতে রোববার গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান অফিস করেন উপজেলার ছোটভাকলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের গাছ তলায়।

‘চলো যাই গাঁয়ের পথে’ শ্লোগানে প্রত্যন্ত অঞ্চলে এই ওসির কার্যালয়কে নাম দেয়া হয়েছে জনতার দরবার। সেখানে গ্রহণ করা হয় স্থানীয়দের নানা অভিযোগ ও সাধারণ ডায়েরি। দেয়া হয় বিভিন্ন ধরনের পুলিশি সেবা। ঘরের কাছে পুলিশের এ ধরনের সেবা পেয়ে আনন্দিত এলাকাবাসী।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মানুষ থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণ করতে গেলে তার অন্তত ২০০ টাকা খরচ হয়। এ ছাড়া পোহাতে হয় নানা ধরনের ঝামেলা। এ সকল ঝামেলা থেকে জনসাধারণকে পরিত্রাণ দিতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, ইউনিয়নবাসীর সুবিধার্থে ইউনিয়নের মাঝামাঝি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পাশে এ অস্থায়ী কার্যালয়ের স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে। এখন থেকে প্রতি রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে তিনি নিজে উপস্থিত থেকে জনগণকে সেবা প্রদান করবেন।

এ সময় ওসি ছাড়াও গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল তায়াবীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।