• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৯ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

অভিযানে গিয়ে ইউএনও ফেরদৌসি অবরুদ্ধ!

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নে চরএলাটমেন্ট এলাকায় নদীতে জাটকা বিরোধী অভিযানকালে শনিবার (৭ মার্চ) হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগমকে অবরুদ্ধ করে জেলেরা।

পরে প্রশাসন ও ওই এলাকার ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় ইউএনওকে উদ্ধার করে নিরাপদে রাখা হয়। এসময় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম ও বেশক’জন নৌ-পুলিশ আহত হন।
 
শনিবার (৭ মার্চ) হাইমচর উপজেলার মেঘনায় জাটকা রক্ষা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেরদৌসী বেগমের নেতৃত্বে অভিযান করলে জাল ও প্রায় ৩০/৪০ মন ইলিশ মাছ জব্দ করে। মাছ জব্দের সংবাদ জেলে পাড়ায় ছড়িয়ে পড়লে জেলেরা দলবদ্ধ হয়ে নির্বাহী অফিসার উপর হামলা চালায়। ইলিশ মাছ ফেলে চলে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবরুদ্ধ করে রাখে জেলে পাড়ার জেলেরা।

অভিযোগ রয়েছে,হাইমচরে প্রতিদিন একজন ইউপি মেম্বার সুলতান আড়ৎতে ইলিশ ক্রয় বিক্রির করে গুচ্ছ গ্রামে মজুদ করে রাতে পাচার করেন। হাইমচর ইউনিয়নের শত শত মহিলা পুরুষ দা, বাশ ইট পাটকে নিয়ে দাওয়া করে। সেখান থেকে পালিয়ে আসার সময় স্থানীয় লোকজন আক্রমণ করেন।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য অফিসার সুদীপ ভট্টাচার্য, নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবদুল জলিল ও এসআই শফি উল্লা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান গতকাল শনিবার রাতে  জানান, নদীতে অভিযানকালে হাইমচরের নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিলো জেলে পাড়ার সদস্যরা।

পরে প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়। ইউএনও কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা । সে আহত হয়েছে । আমরা আজ (রোববার) বড় একটি টিম অপারেশনের জন্য ওই এলাকায় পাঠাবো। বর্তমানে হাইমচর ইউএনও মুক্ত হয়েছেন।