• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৯ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নোয়াখালীতে গ্রাম আদালত সম্পর্কে অবহিতকরণ সভা

সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী:

নারী পুরুষ, দরিদ্র, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠী সবার জন্য গ্রাম আদালতের সেবা  পৌঁছে দেয়ার লক্ষে নোয়াখালীতে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের এবিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক সহায়তায় (২য় পর্যায়) এ সভা অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সরকার নোয়াখালী উপ-পরিচালক মো. আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ জনগণের দোরগড়ায় বিচারিক সেবা  পৌঁছে দিতে ও উচ্চ আদালতে মামলার জট কমাতে কাজ করছে গ্রাম আদালত। আইনজীবি বিনিয়োগের বিধান না থাকায় সহজে, কম সময়ে ও সমঝোতার ভিত্তিতে এখতিয়ারভুক্ত ছোট খাট মামলাগুলো নিষ্পত্তি হওয়ার স্থানীয় পর্যায়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম আদালত।

অনুষ্ঠানে গ্রাম আদালত পরিচালনা অভিজ্ঞতা বর্ণনা করেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান। উপকারভোগীদের মধ্যে অভিজ্ঞতা বর্ণনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহীর বদিউল আলম (৮৫)।

ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এএইচএম আকরাম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, ইউএনডিপি কর্মকর্তা অর্পনা ঘোষ প্রমুখ।