• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৪ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মুজিব শতবর্ষকে কেন্দ্র করে চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না : জেহান

সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নোয়াখালী সদর উপজেলাতে কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না ।
 এমনই হুশিয়ারি দিয়েছেন নোয়াখালী সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান ।
তিনি বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মুজিব শতবর্ষকে উপলক্ষ করে কেউ যেন চাঁদাবাজি না করেন ।

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন,মুজিববর্ষকে সামনে রেখে যেন চাঁদাবাজির দোকান খোলা না হয়। আমার নেতা নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর কড়া নির্দেশনা রয়েছে এই বিষয়ে ।

মুজিব শত বর্ষকে উপলক্ষ করে কোন নেতাকর্মী যেন চাঁদাবাজি না করতে পারে এজন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন । তিনি আরো বলেন,আমার উপজেলায় কেউ এ ধরনের অনৈতিক কর্মের সাথে জড়িত হলে আমি কাউকেই ছাড় দেবো না,যে ব্যক্তিই এই কাজে জড়িত থাকবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জনশতবার্ষিক উদযাপনের লক্ষে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ।

আগামী ১৭ মার্চ থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপিত হবে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত । ১৭ মার্চ বিদেশী অতিথিদের উপস্থিতিতে বড় পরিসরে উদ্বোধন করার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে ছোট পরিসরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।