• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২০ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কোয়ারান্টিনে থাকা ব্যক্তিদের নিরাপত্তা দিতে গিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পুলিশ

ইকবাল হোসেন, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল মেট্রো থানাধীন মেঘডুবীতে ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ইতালিফেরত ৩৬ জনকে কোয়ারান্টিনে রাখা হয়েছে। করোনাভাইরাস সন্দেহে নিবিড় পর্যবেক্ষণে রাখা এই রোগীদের নিরাপত্তা দিচ্ছে পূবাইল মেট্রো থানা পুলিশ।

অভিযোগ উঠেছে, নিরাপত্তার দায়িত্বে থাকা এসব পুলিশ সদস্যদের কোনো ধরণের প্রতিরোধক ব্যবস্থা নেই। মাস্ক-স্যানিটাইজার, বিশেষ পোশাক, জরুরি করোনা সরঞ্জামাদি সরবরাহ করা হয়নি তাদেরকে। অথচ ওই হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের আছে করোনাভাইরাস প্রতিরোধক প্রয়োজনীয় সব কিছুই রয়েছে।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, আমার এলাকায় হোম কোয়ারান্টিনে থাকা সবার ও আইনশৃংখলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরকে বিশেষ পোশাকসহ সাস্থ্য সরঞ্জামাদি সরবরাহ করা সংশ্লিষ্ট বিভাগের ভেবে দেখা উচিত। রোগীদের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, পুলিশের মধ্য থেকে এমন প্রশ্নের সন্মুখীন হয়েছি ইতোমধ্যে বহুবার। আমার বার্তা একটাই পুলিশ দায়িত্বরত অবস্থায় নিরাপদ দূরত্বে থাকবেন। এছাড়া বিশেষ মাস্ক তাদের জন্য বরাদ্দ আছে, যা যেকোনো সময় তারা চেয়ে নিতে পারেন।