• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২০ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনা সন্দেহে চিকিৎসা না দেয়ায় জ্বরাক্রান্ত রোগীর মৃত্যু!

খুলনা প্রতিনিধি

বিশ্বব্যাপী করোনাভাইরাস বিস্তার করেছে। প্রাণঘাতী এই ভাইরাতে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থায় করোনা সন্দেহে চিকিৎসা না করার জন্য এক রোগীর মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

বাবলু চৌধুরী (৪০) নামের ওই ব্যক্তি বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার জয়বাংলা ব্রিজ এলাকায়।

রোগীর স্বজনদের অভিযোগ, দুপুর একটার দিকে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তার তাকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে আসতে বলেন। কিন্তু বহির্বিভাগ নিয়ে গেলে সেখান থেকেও তাকে চিকিৎসা দেয়া হয়নি।

অনেকক্ষণ হাসপাতাল ফ্লোরে পড়ে থাকার পর আবার বহির্বিভাগ থেকে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার সময় ওই রোগী মারা যান।

রোগীর বড় বোন জাহানারা বেগম বলেন, গত পাঁচ দিন ধরে বাবুল জ্বরে ভুগছিলেন।

এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এটিএম মনজুর মোরশেদ বলেন, আমি সারাদিন করোনা মোকাবিলা নিয়ে বাইরে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তবে শুনেছি ওই রোগী সর্দি, কাশি ও গলায় ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিল। হাসপাতালের আবাসিক চিকিৎসকের পরামর্শে তাকে বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি কোন রোগে আক্রান্ত ছিলেন তা পরীক্ষা-নিরীক্ষা করার আগেই মারা গেছেন। তবে, চিকিৎসকের গাফিলতির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।