• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৪ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সংবাদপত্রসহ চালু থাকবে যেসব জরুরি সেবা

ক্রাইম প্রতিদিন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ সময় সংবাদকর্মী ও তাদের বহনকারী যানবাহন চলাচলসহ আরো বেশ কিছু জরুরি সেবা চালু থাকবে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধ/খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্প কারখানা/বাজার/দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে।

গণপরিবহন ব্যতীত অন্যান্য জরুরি পরিবহন যেমন ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি ইত্যাদি যথারীতি চলবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপকহারে পাস্পরিক মেলামেলা বা সংস্পর্শে এসে রোগ বিস্তার থেকে বিরত রাখার জন্য। সে কারণে সর্বসাধারণকে এ সময়ে বাইরে যাওয়া বা ভ্রমণ থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।