• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৬ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনার সংক্রমণ এড়াতে গ্রীণ এন্ড ক্লিন সিটি লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিদিন

করোনা ভাইরাস সংক্রমণ আতংক এড়াতে সচেতনতায় আমাদের লক্ষ্মীপুর একেবারে গ্রীণ এন্ড ক্লিন সিটি। অথচ এ সময়ে এমন চিত্র স্বাভাবিক সময়ে কল্পনা করার সুযোগ ছিল না।

আমরা সচেতন। আপনিও সচেতন হন। আলো আসবে। পথ হারাবে না বাংলাদেশ। করোনা-ভাইরাস’ আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। লক্ষ্মীপুর জেলায় এখন পর্যন্ত ক‌রোনা প‌জে‌টিভ কোন রোগী পাওয়া যায়‌নি।

গত চ‌ব্বিশ ঘন্টায় হোম কোয়া‌রেন্টাইন – ৬৯ গত চ‌ব্বিশ ঘন্টায় প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টাইন- ০।গত চ‌ব্বিশ ঘন্টায় মোট কোয়া‌রেন্টাইন – ৬৯ এ পর্যন্ত মোট হোম কোয়া‌রেন্টাইন – ৮৭১ এ পর্যন্ত মোট প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টাইন- ১ এ পর্যন্ত মোট কোয়া‌রেন্টাইন – ৮৭২।আই‌সো‌লেশ‌নে ভ‌র্তি – ০.শুষ্ক কা‌শি, জ্বর, সর্দির সাথে বিদেশ ভ্রমন বা বিদেশ ফেরতদের সাথে সংশ্লিষ্ট থাকায় এ পর্যন্ত ৪ জনের সোয়াব টেষ্ট ক‌রতে আইই‌ডি‌সিআর এ পাঠা‌নো হ‌য়ে‌ছে। ৩ জ‌নের রেজাল্ট নে‌গে‌টিভ পাওয়া গে‌ছে।

এক জ‌নের রেজাল্ট পে‌ন্ডিং আ‌ছে। জেলায় আইসোলেশন এর জন্য প্রস্তুত রাখা আছে ১০০ বেড(সদর হাসপাতাল-৪০, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-২০, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-২০, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-২০)। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনের জন্য নির্ধারণ করা হয়েছে সদর উপজেলা :লক্ষ্মীপুর সরকারী কলেজের নতুন ভবন,আদর্শ সামাদ একাডেমির নতুন ভবন দালালবাজার কলেজের নতুন ভবন রামগঞ্জ উপজেলায় দরবেশপুর সাইক্লোন সেন্টার ও সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় রায়পুর উপজেলায় রায়পুর ডাক বাংলো কমলনগর উপজেলায় উপকূল কলেজ, হাজির হাট।

রামগতি উপজেলায় আলেকজান্ডার পাইলট হাই স্কুল।কোয়ারেন্টাইন সেন্টারগুলো উপযোগী করা হয়েছে এবং এর জন্য জনবল রোষ্টার অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।