দেশে আগের দিন দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন তিন হাজার ৩৬০ জনকে শনাক্ত করা হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৮ জন। বর্তমানে কোভিড-১৯ চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগী ভর্তি আছেন তিন হাজার ৫৯৬ জন, যা মোট শয্যার মাত্র ২৪.০৬ শতাংশ। বাকি ৭৫.৯৪ শতাংশ শয্যাই খালি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে বর্তমানে ১৪ হাজার ৯৪৫ সাধারণ শয্যা ও ৩৯৪টি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে ৬ হাজার ৩০৫টিসহ ঢাকা বিভাগে রয়েছে ৮ হাজার ১৩৫ সাধারণ ও ২২৪টি আইসিইউ শয্যা। চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৩৬০ সাধারণ ও ৬৬টি আইসিইউ শয্যা। ময়মনসিংহ বিভাগে ৪৮০টি সাধারণ ও ১৭টি আইসিইউ শয্যা। রাজশাহী বিভাগে এক হাজার ৬২০ সাধারণ ও ২৩টি আইসিইউ শয্যা। রংপুর বিভাগে ৭৫৭ সাধারণ ও ২০টি আইসিইউ শয্যা। খুলনা বিভাগে ৭৫৫ সাধারণ ও ১৮টি আইসিইউ শয্যা। বরিশাল বিভাগে ৪৪৩ সাধারণ ও ১০টি আইসিইউ শয্যা। সিলেট বিভাগে ৩৯৫ সাধারণ ও ১৬টি আইসিইউ শয্যা রয়েছে।
জানা গেছে, এসব হাসপাতালগুলোয় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন মাত্র ৪১৮ রোগী। গতকাল দুপুর পর্যন্ত হাসপাতালগুলোর সাধারণ শয্যায় মোট তিন হাজার ৫৯৬ এবং আইসিইউ
শয্যায় ১৯১ রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ঢাকা বিভাগে সাধারণ শয্যায় ১ হাজার ৭৫৭ ও আইসিইউ শয্যায় ১০৩ জন। চট্টগ্রাম বিভাগে সাধারণ শয্যায় ৯০৬ ও আইসিইউ শয্যায় ৪১ জন। ময়মনসিংহ বিভাগে সাধারণ শয্যায় ৪৯ ও আইসিইউ শয্যায় ৪ জন। রাজশাহী বিভাগে সাধারণ শয্যায় ১৪৪ জন ও আইসিইউ শয্যায় ৮ জন। রংপুর বিভাগে সাধারণ শয্যায় ৭৪ ও আইসিইউ শয্যায় ৬ জন। খুলনা বিভাগে সাধারণ শয্যায় ২২৮ ও আইসিইউ শয্যায় ১০ জন। বরিশাল বিভাগে সাধারণ শয্যায় ২৬৫ ও আইসিইউ শয্যায় ১০ জন। সিলেট বিভাগে সাধারণ শয্যায় ১৭৩ ও আইসিইউ শয্যায় ৯ জন ভর্তি আছেন। স্বাস্থ্য হিসাব বলছে কোভিড হাসপাতালের নির্ধারিত সাধারণ শয্যায় ২৪.০৬ শতাংশ আর আইসিইউ শয্যায় ৪৮.৫০ শতাংশ রোগী রয়েছেন। বাকি সাধারণ শয্যার ৭৫.৯৪ ও আইসিইউ শয্যার ৫১.৫০ শতাংশ শয্যা খালি রয়েছে।
অভিযোগ আছে, হাসপাতালগুলোতে শয্যা খালি থাকলেও কোভিড রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। আবার যারা ভর্তি হচ্ছেন, তারাও নানাভাবে হয়রানির স্বীকার হচ্ছেন। গত বুধবার সকালে রাজধানীর কাফরুলের একজন করোনা আক্রান্ত রোগীকে তার স্বজনরা হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির চেষ্টা করেও ব্যর্থ হন। এর আগের দিন রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি একজন রোগীকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হলে স্বজনরা অনেক চেষ্টা-তদবির করেও আইসিইউ শয্যা পাননি। রোগীর স্বজনদের অভিযোগ, আইসিইউ শয্যা খালি থাকা সত্ত্বেও তাদের দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।