হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এবিপি আনন্দের খবরে বলা হয়, আজ শনিবার সকালে বাড়িতে জিম করছিলেন সৌরভ গাঙ্গুলি। এ সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তিনি মাথা ঘুরে পড়ে যান।
মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে সঙ্গে তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ডা. সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------