বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও শ্রমিক দলের সাবেক সভাপতি জাফরুল হাসান (৭৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হসপিটালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই রাজনীতিক স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ক্যান্সারে আক্রান্ত জাফরুল হাসানের অবস্থার অবনতি হওয়ায় গত ১৩ মার্চ তাকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছিল।
জাফরুল হাসানে মেয়ে তিমা হাসানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শ্রমিক দলের প্রচার সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু হাসপাতালে পরিবারের সাথে আছেন।
জাফরুলের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গভীর শোক প্রকাশ করেছেন।