স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়৷ গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ টি ল্যাবে পাঁচ হাজার ৭৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে ৮৮৭ জন কোভিড-১৯ ‘পজিটিভ' পাওয়া গেছে৷ আক্রান্তে এই সংখ্যাটি এখন পর্যন্ত সর্বোচ্চ৷ এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৫৭ জনে৷
২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী৷ এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২২৮ জন৷ স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন৷ মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৬৫০ জনে৷