১৫ ও ২১ আগস্টের কুশীলবদের ষড়যন্ত্রের নীলনকশা চলছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতা রাজনৈতিক হত্যাকাণ্ড। বিশ্বে আর কোনও হত্যাকাণ্ডে এরকম নিষ্পাপ শিশু ও ‘অবলা নারী’কে হত্যা করা হয়নি। টার্গেট করা হয়নি অন্তঃসত্ত্বা নারীকে। সেসময় বিদেশে ছিলেন বলেই প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। সেদিন তারা বেঁচে গিয়েছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। হয়েছে যুদ্ধাপরাধের বিচার। কলঙ্কমুক্ত হয়েছে দেশ।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ এবং পরবর্তীতে ২১ আগস্টের গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ আগস্টের প্রধান টার্গেট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একুশে আগস্টে প্রধান টার্গেট ছিল শেখ হাসিনা।
শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণে এক দোয়া-মাহফিল ও আলোচনা সভায় অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।