গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে পাওয়া গেছে কঙ্কাল। পাশেই পড়ে ছিল জুতা ও পোশাক। আর এই জুতা ও পোশাক দেখে একটি পরিবার দাবি করে কঙ্কালটি তাদের নিখোঁজ কিশোর সোহানের। বিষয়টি নিশ্চিত হতে পুলিশ ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নিচ্ছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।
গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা খোরশেদ আলম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে এক ব্যক্তি ময়লার ভাগাড়ের পাশে ঘাস কাটতে যাওয়ার সময় কঙ্কাল পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানান।
খবর শুনে নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে কঙ্কালের পাশে পড়ে থাকা জুতা ও পোশাক দেখে কঙ্কালটি তাদের সন্তানের বলে দাবি করেন। তবে পুলিশ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কাল নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্র জানায়, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার আব্বাস আলীর ছেলে মো. সোহান (১৪) এ মাসের ৩ তারিখ থেকে নিখোঁজ। কোথাও খোঁজে না পেয়ে ৬ আগস্ট নিখোঁজের ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করেছে। নিখোঁজ কিশোরের পরিবার বিভিন্ন আলামত দেখে কঙ্কালটি তাদের সন্তানের বলে দাবি করছে। তবে আমরা ডিএনএ পরীক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছি।’
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------