পাকিস্তানের বেলুচিস্তানে রাষ্ট্রীয় টেলিভিশন- পিটিভি’র এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, শাহীনা শাহীন নামের সংবাদকর্মীকে রবিবার নিজ বাড়িতে হত্যা করা হয়।
স্থানীয় হাসপাতালের তথ্য অনুসারে, আশঙ্কাজনক অবস্থায় দু’জন ব্যক্তি তাকে নিয়ে আসেন। কিন্তু, অপেক্ষা না করেই তারা চলে যান। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, সন্দেহভাজনদের একজন নিহতের স্বামী।
পুলিশ জানিয়েছে, সংবাদকর্মীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীর সন্ধানে চলছে তল্লাশি অভিযান। শাহীনা শাহীন পিটিভি’তে টকশো’র উপস্থাপক।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------