বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভাবে পড়ে হতাশাগ্রস্ত এক কিশোর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত কিশোরের নাম আকাশ সাহা সৌরভ (১৬)।
শুক্রবার রাতে উপজেলার নিয়ামতি বন্দর এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত আকাশ সাহা সৌরভ উপজেলার নিয়ামতি বন্দর এলাকার বাকপ্রতিবন্ধী শান্তি রঞ্জন শাহার একমাত্র ছেলে ও নিয়ামতি আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান রুহুল আমানী মাসুম মাস্টার বলেন, শান্তি রঞ্জন শাহা একজন বাক প্রতিবন্ধী। সংসারে অভাব-অনটন থাকায় ছেলেটি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল।
বাকেরগঞ্জ থানার এসআই তরুন কুমার জানান, ছেলেটি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিল। আর দশটি ছেলের মত চলতে না পারায় হতোবা সে আত্মহত্যা করছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------