এক বৃদ্ধা মাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে। ভারতের লেকটাউনের কালিন্দি এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটেছে।
জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ব্যাংকার স্বামীর মৃত্যুর পর থেকে ছেলে অর্চিত খান্না এবং ছেলের বউ শ্রেয়ার সঙ্গেই থাকতেন ৬৩ বছর বয়সী বিমলা খান্না।
স্বামীর মৃত্যুর পর থেকেই বৃদ্ধার ওপর অত্যাচার শুরু করেন ছেলে ও বউ। কেউ প্রতিবাদ করলে, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতেন অভিযুক্ত খান্না দম্পতি।
বৃহস্পতিবার স্থানীয়দের সহায়তায় বাড়িতে সিসিটিভি লাগান বৃদ্ধা। পরের দিনই বিমলাকে বাড়ি থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগ।
এর আগেও বাড়ি থেকে বের করে দেয়ার পর দেশটির দমদম থানার দ্বারস্থ হলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
দিন কয়েক আগে একই ছবি ধরা পড়েছিল দেশটির কাটোয়ায়। অজয় নদের কাছে এক দূর্গা মন্দির থেকে উদ্ধার করা হয় এক বৃদ্ধাকে।
জানা গেছে, ছেলে মেয়ের অত্যাচারেই ঘর ছাড়া হয়েছিলেন তিনি। পরে ওই বৃদ্ধার চিকিৎসার ভার নেয় কাটোয়া পুলিশ।