ইরানে পার্লামেন্টের সদ্য নির্বাচিত এক সদস্য করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন। পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হওয়ার একদিন পরেই তিনি মারা গেছেন।
শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনাভাইরাসে মৃত ইরানি পার্লামেন্টের ওই সদস্যের নাম মোহাম্মদ আলী রামজানি। তিনি গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ আসতানা থেকে নির্বাচিত হয়েছিলেন।
করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।
রামজানী এর আগে গিলানের শ্রম ও সমৃদ্ধি অধিদপ্তরে মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা এবং সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে এ পর্যন্ত ৩৮৮ জন সংক্রমিত হয়েছে এবং ৩৪ জন প্রাণ হারিয়েছেন।