দেশীয় রীতিতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই এড়ানো যাবে, তাই হাতে হাত মিলিয়ে শুভেচ্ছা বা করমর্দনের পরিবর্তে হাত জোড় করে ‘নমস্তে’ বা নমস্কার করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনার সংক্রমণ এড়াতে নমস্কার সম্বোধনের অভ্যাস গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি। শনিবার ভারতীয় জনৌষধি পরিযোজন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপকালে এ পরামর্শ দেন মোদি। খবর এনডিটিভির।
করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে বিশ্ব এখন ভারতীয় ‘নমস্তে’ বা নমস্কার পদ্ধতি গ্রহণ করছে দাবি করে মোদি বলেন, যদি কোনো কারণে আমরা এই অভ্যাসটি ছেড়ে দিয়ে থাকি তবে আবার তা গ্রহণের সময় এসেছে। হাত ধরে শুভেচ্ছাবার্তা বিনিময়ের পরিবর্তে আবার নমস্কার করার অভ্যাসটি শুরু করুন, এটিই এখন উপযুক্ত সময়।
করোনাভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে নানা গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি। কোনো ধরণের গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ জানিয়ে করোনার কোনো লক্ষণ দেখলে এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, ভারতজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১- এ দাঁড়িয়েছে।
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আঁচ পড়েছে হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হোলি মিলনেও। করোনা আতঙ্কে ভারতের রাষ্ট্রপতি ভবনের নিয়মিত হোলি অনুষ্ঠান বাতিল করেছে দেশটির সরকার।
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে তাজমহলসহ ভারতের ঐতিহাসিক সব স্থাপনা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।