ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মুজিববর্ষ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে। মুজিববর্ষ যদি জাতীয় অনুষ্ঠান হয় তাহলে সেই অনুষ্ঠানে খালেদা জিয়া, সকল মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিরোধী দলীয় নেতারা যারা জেলে আছেন তারা সকলেই থাকতেন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘করোনাভাইরাস: বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
করোনাভাইরাস প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আমরা নতুন একটি বৈশ্বিক দুর্যোগে রয়েছি। আমাদের দেশে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার হয় আমরা করবো। কিন্তু সমস্যা তো গভীর এবং সমস্যার ব্যাপারে বিস্তারিত আমরা কেউই জানি না। আমাদের প্রধানমন্ত্রী গতকাল বলেছে বাংলাদেশে মহামারির মতো সংকট নেই। তবে এই রোগ যদি মহামারি আকারে ছড়িয়ে পড়ে সেই সঙ্কট মোকাবেলা করার মতো ক্ষমতা সরকারের নেই। এজন্য আমরা চিন্তিত।
তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে সরকার এতোই যখন সচেতন তাহলে হেক্সিসল পাওয়া যায় না কেনো? যে কোনো সময় হাত ধোয়া যায় সেই জাতীয় লিকুইড ক্যামিকেল একটিও বাজারে নাই। সরকার এ বিষয়ে কিছু করতে পারলো না।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সভাপতিত্ব করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ বক্তৃতা করেন।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------