ব্রিটেনে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়েই পৃথিবীর আলো দেখলো একটি শিশু। ধারণা করা হচ্ছে শিশুটি বিশ্বের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত।
ডেইলি মেইল শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য জানায়। সংবাদমাধ্যমটি জানায়, করোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে সন্তান জন্মদানের আগেই ব্রিটেনে এক গর্ভবতীকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু তার টেস্ট রেজাল্ট আসার আগেই জন্ম নেয় শিশুটি। পরে রেজাল্ট আসে পজেটিভ।
শিশুটিকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা অতটা গুরুতর নয়। কিন্তু মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ব্রিটেনের স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা এখনো নিশ্চিত হতে পারেননি গর্ভে থাকাকালীন না জন্মের সময় শিশুটি করোনা আক্রান্ত হয়েছে।
প্রসঙ্গত, ব্রিটেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। তবে আশঙ্কার বিষয় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
----------------------------------------------------------
Shotoborshe Mujib By A Z M Mainul Islam Palash
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-0-5
----------------------------------------------------------
----------------------------------------------------------
Hayenar Nogno Ullas By Salim Ahmmed.
Published by Crime Protidin Media & Publication.
ISBN: 978-984-95273-1-2
----------------------------------------------------------