সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেপ্তার করেছে র্যাব। সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরের টিলাগড় পয়েন্টে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিপুর বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রাতেই তাকে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। গ্রেপ্তার হিরণ মাহমুদ নিপু শাহপরাণ থানার টুলটিকর ইউনিয়নের উত্তর বালুচরের মৃত ইয়াদ আলীর ছেলে।
গত বছরের ২০ নভেম্বর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হন নিপু। বেশ কিছু দিন কারান্তরীণ থাকার পর জামিনে মুক্ত হন।