ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আটজনের মৃত্যু হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য।
ফুলপুর উপজেলার পশ্চিম বাসাতি এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মর্মস্পর্শী একটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, মেয়েকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছেন বাবা। স্থিরচিত্র হওয়ায় অনেকে মনে করেছেন, বাবা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনেককেই ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দিতে দেখা যায়।
পরে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনায় মেয়ে বুলবুলি আক্তার (৭) মারা গেলেও বেঁচে আছেন বাবা শাহজাহান (৪০)। শেষ চেষ্টা চালিয়েও মেয়েকে বাঁচাতে না পেরে এভাবে আর্তনাদ করছেন বাবা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।
ওই দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন- ভালুকা উপজেলার বিরুনীয়ার বাকশী গ্রামের মিলুয়ারা বেগম (৬৫), বেগম (৩০), গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের পারুল আক্তার (৩০), শামসুল হক (৬৫), শেখ বাজার গ্রামের রেজিয়া খাতুন (৫৩), রিপা খাতুন (৩০) ও তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০)।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী জানান, মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিল। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
তিনি বলেন, দুর্ঘটনায় আটজন মারা গেছেন। বুলবুলি আক্তারের বাবা শাহজাহানসহ বাকি ছয়জনকে উদ্ধার করা হয়েছে।