চট্রগ্রাম নগরীর খুলশী থানাধীন উত্তর ঝাউতলা রেলওয়ে কলোনীতে জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রুবেল এর পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়েছে মোঃ নাছির (৩৫), মোঃ হাসেম (৫০), মুক্তা আক্তার (২৬) সহ একই পরিবারের অন্যান্য সদস্যরা। ২০ জানুয়ারী এই ঘটনায় খুলশী থানায় বাদী হয়ে একটি মামলা করেছে সাংবাদিক মোঃ রুবেল এর ছোট ভাই মোঃ আব্দুল মান্নান।
তিনিও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন সাংবাদিক মোঃ রুবেল এর মা,স্ত্রীসহ পরিবারের বেশ কয়েজন সদস্য। সরেজমিনে গিয়ে জানা যায়, আসামী নাছির ও তার পরিবার এক ভাড়াটিয়ার কাছ থেকে পাওনা টাকার সূত্রধরে প্রথমত অকথ্য ভাষায় গালাগাল দেয়, অশোভনী আচড়নের প্রতিবাদ করলে মামলার বাদী মোঃ আব্দুল মান্নান (২২)কে দৌড়ে এসে এলোপাতারি কিল ঘুষি মারা শুরু করে আসামী নাছির। এক পর্যায়ে অন্যান্য আসামীরা লাঠিসোঠা দিয়ে এলোপাতারি মারধর করলে সাংবাদিক রুবেল এর মা লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। আশ পাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আসামীরা।
স্থানীয়দের সংবাদ পেয়ে ঘটনাস্থলে খুলশী থানার একটি টিম গিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহন করে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের মামলা না করার জন্য সাংবাদিকের বাসায় গিয়ে হুমকি দেয় আসামী নাছির এর অনুসারীরা। বিষয়টি তাৎক্ষনাত খুলশী থানায় অবহিত করলে রাতে অভিযান চালিয়ে মামলার ২নং আসামী মোঃ হাসেম (৫০) কে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানায়, “এই বিষয়ে একটি মামলা হয়েছে আমরা ১জনকে গ্রেফতার করেছি”।